PrioPagli- Dairy। ভালোবাসার গল্প (Part3) - Ahid Tech Store

Tuesday, September 22, 2020

PrioPagli- Dairy। ভালোবাসার গল্প (Part3)

 PrioPagli- Dairy- Part-3

লেখক:- মুহাম্মাদ আহিদ



(২) কিছুটা ভুল তোমার ছিলো
কিছুটা আমার!

শুধু অভিমানটাই ছিলো 
দুজনের সমান!

এ অভিমান খেলায় আজ আমরা দুজনেই জিতে গেলাম
শুধু হেরে গেল আমাদের ভালোবাসাটা!

কথা ছিলো দুজন একই পথে চলবো,
কিন্তু আজ দুজন আলাদা পথের পথিক!
অভিমানটা ছিলো একদিনের, কিন্তু ভালোবাসাটা
যে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত!

তবুও আজ অভিমান ভুলে আমরা কি পারতাম না
সবকিছু ভুলে আবার নতুন করে ভালোবাসতে?

হয়তো আজ দুজন ভিন্ন কিছু ভাবি, তবুও
মাঝে মাঝে তোমার কথা মনে হলে 
নিজেকে ঠিক রাখা যায় না জানো?

আচ্ছা ভালোবাসাটা কি মিথ্যে ছিলো?
মিথ্যে ছিলো কি আমাদের দেখা স্বপ্নগুলো?

নাকি মিথ্যে ছিলাম আমরা?

হয়তো আর দেখা হবে না কোনদিন।
কোনদিন হয়তো সময় হবে না কথা বলার!
তবুও আমরা ভালো আছি কি ?
শুধু প্রশ্নবোধক চিহ্ন ঝলে আছে
জীবনের সামনে!

বেঁচে থাকুক ভালোবাসা
বেঁচে থাকুক ভালোবাসার মানুষগুলো

ভালো থেকো তুমি। 

PrioPagli- Youtube Channel Link Now
https://www.youtube.com/c/PrioPagli/videos